তিন মন্ত্রণালয় একীভূত করার পরামর্শ

১৭ জানুয়ারি, ২০২০ ১৭:২৭  
সম্প্রচারে ডিজিটাল সুবিধা পেতে হলে তিনটি মন্ত্রণালয়কে একীভূত করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তারা মনে করেন, ডিজিটাল সম্প্রচার ও পরিবহ ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে তথ্য মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রণালয়কে একটি মন্ত্রণালয়ের অধীনে এনে বিভাগ হিসেবে পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব টাউনে অনুষ্ঠিত ‘স্যাটেলাইট কমিউনিকেশন এবং ডিজিটাল ব্রডকাস্টিংঃ প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সভায় এই দাবি জানানো হয়। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিইসএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের স্বত্বাধিকারী অঞ্জন চৌধুরী, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান ও বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী কাজী সোলায়মান।